অকার্যকর সময় পারছেন রাজশাহীর চামড়া ব্যবসায়ীরা

রাজশাহীতে কোরবানির পশুর চামড়া সংগ্রহ করে লবণ দিয়ে সংরক্ষণ করার পর ঈদের পরদিন সকাল থেকেই অকার্যকর সময় পারছেন রাজশাহীর চামড়া ব্যবসায়ীরা।

রোববার (২ আগস্ট) সকাল থেকে আড়ত বন্ধ রাখেন তারা। গেল বছর থেকে জেলায় কোরবানি কম হওয়ায় চামড়া ব্যবসায়ীরাও কম সংখ্যক চামড়া সংগ্রহ করেছেন। এর ফলে আড়তে কাজ কমে যাওয়ায় অকার্যকর সময় পার করছেন তারা।

তাদের দাবি, ট্যনারি থেকে টাকা না পাওয়ায় চাহিদা অনুযায়ী চামড়া পেতে কম দামে চামড়া কিনতে হয়েছে।