সাতক্ষীরার বৈকারী সীমান্তে সোনার বারসহ আটক ১

সাতক্ষীরার বৈকারী সীমান্তে অভিযান চালিয়ে ১০টি সোনার বারসহ সাব্বির হোসেন (১৮) নামে এক বাংলাদেশিকে আটক করেছে বিজিবি।

সাব্বির হোসেন সাতক্ষীরা সদর উপজেলার বৈকারী ইউনিয়নের ছয়ঘরিয়া গ্রামের হারুন-অর-রশিদের ছেলে।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়ন। সংবাদের ভিত্তিতে বৈকারী বিওপির টহল কমান্ডার সুবেদার অনিত কুমার কুন্ডুর নেতৃত্বে একটি বিজিবির একটি টহল দল সীমান্তের ৭/৪৯ নম্বর পিলার থেকে ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বৈকারীতে অভিযান চালায়। এসময় ১০টি সোনার বার ও একটি সুজুকি মোটরসাইকেলসহ সাব্বিরকে আটক করা হয়। উদ্ধার করা সোনার পরিমাণ এক কেজি ৫৭০ গ্রাম। যার বাজার মূল্য ৯৪ লাখ ২১ হাজার ৭২৭ টাকা।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, জব্দকৃত সোনার বারগুলো সাতক্ষীরা ট্রেজারি অফিসে জমা করা হয়েছে। এ ঘটনায় মামালা দায়ের করে আটক সাব্বিরকে সাতক্ষীরা সদর থানায় সোপর্দ করা হয়েছে।