
খুলনা প্রতিনিধি : অপহৃত জেলেদের উদ্ধারে রোববার থেকে সুন্দরবনের পশ্চিমাংশে বিশেষ অভিযান শুরু করেছে র্যাব-৬।
র্যাব-৬ খুলনার অপস অফিসার মো. জাহিদুল ইসলাম জানান, মুক্তিপণ দাবিতে অপহৃত জেলেদের উদ্ধারে সুন্দরবনের পশ্চিমাংশে বিশেষ অভিযান শুরু হয়েছে। বিশেষ করে সুন্দরবনের কালাবগি, মানকিরচর ও মাজাফুটো এলাকায় এ অভিযান চালানো হচ্ছে।
দুদিন আগে বনদস্যু জাহাঙ্গীর বাহিনীর সদস্যরা সুন্দরবনের দুধমুখী ও ভাইজোড়া খাল থেকে ২২ জেলেকে মুক্তিপণ দাবিতে অপহরণ করে। অপহৃত ওই জেলেদের কাছে জনপ্রতি দুই লাখ টাকা করে দাবি করেছে জাহাঙ্গীর বাহিনী। এ ছাড়া গত ৯ সেপ্টেম্বর একই এলাকা থেকে বনদস্যু সাগর বাহিনীর হাতে অপহরণ হয় ১১ জেলে। এরপর ১৪ সেপ্টেম্বর পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের ধানসিদ্ধির চর এলাকা থেকে ২০ জেলেকে অপহরণ করা হয়।
আপনার মতামত জানানঃ