
নিজস্ব প্রতিবেদক : সদরঘাটে দুই লঞ্চের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় গুরুতর আহত এক ব্যক্তিকে (৩২) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। আহত পাঁচজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে এ ঘটনা ঘটে।
সদরঘাট টার্মিনাল নৌপুলিশ জানায়, সকাল ৮টার দিকে বরিশাল থেকে আসা লঞ্চ কর্ণফুলী-৯ টার্মিনালে পৌঁছানোর পর আরেক লঞ্চ এমভি শ্রীনগর-৭-কে ধাক্কা দেয়। এ সময় অনেকেই আহত হন। এর মধ্যে ছয়জনকে হাসপাতালে পাঠানো হয়। এর মধ্যে একজন স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা যান। বাকিদের হাত. পা, মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে জখম হয়েছে।
আপনার মতামত জানানঃ