
প্রতিনিধি ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) ঃ “দেশ প্রেমের শপথ নিন, দুর্নীতিকে বিদায় দিন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুড়িগ্রামের ভূরুঙ্গমারীতে উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে জাতীয় দুর্নীতি বিরোধী দিবস পলিত হয়েছে । দিবসটি উপলক্ষে শুক্রবার সকালে মানব বন্ধন ও বণার্ঢ্য র্যালী অনুষ্ঠিত হয়। র্যালীটি উপজেলা শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। র্যালী শেষে ভূরুঙ্গমারী পাবলিক লাইব্রেরী ও ক্লাব চত্বরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান নুরুন্নবী চৌধুরী খোকন, উপজেলা নির্বাহী কর্মকর্তা আজাহারুল ইসলাম, উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি প্রভাষক ওয়াজেদ আলী সরকার ও সম্পাদক প্রভাষক হাফিজুর রহমান প্রমুখ। সভায় বক্তারা দেশের উন্নয়ন বেগবান করতে দুর্নীতি প্রতিরোধে সকলকে সোচ্চার হওয়ার আহবান জানান।
আপনার মতামত জানানঃ