
বিনোদন ডেস্ক : ভারতের দক্ষিণের জনপ্রিয় অভিনেত্রী নয়নতারা। মডেলিংয়ের মাধ্যমে শোবিজ অঙ্গনে পা রাখেন এই অভিনেত্রী। সিনেমায় অভিনয়ের সুযোগও ঘটে মডেলিংয়ের সুবাদে।
অভিনয় ক্যারিয়ারে মালায়লাম, তেলেগুসহ বেশ কটি ভাষার সিনেমায় অভিনয় করেছেন তিনি। শরীরী সৌন্দর্য আর অভিনয়গুণে দর্শক হৃদয়ে জায়গা করে নিয়েছেন তিনি। অভিষেক চলচ্চিত্রের মাধ্যমে ব্যবসায়িকভাবে সফলতাও পান নয়নতারা।
কাজের স্বীকৃতিস্বরূপ জিতেছেন বেশ কিছু পুরস্কার। বর্তমানে তামিল ভাষার একাধিক চলচ্চিত্র নিয়ে ব্যস্ত সময় পার করছেন নয়নতারা। দক্ষিণের এই অভিনেত্রীকে নিয়ে সাজানো হয়েছে ফটো ফিচার।
nayan
ভারতের বেঙ্গালুরুতে জন্মগ্রহণ করেন দক্ষিণের অভিনেত্রী নয়নতারা
nayan
মাথোমা কলেজ থেকে ইংরেজি সাহিত্যে স্নাতক ডিগ্রি লাভ করেন এই অভিনেত্রী
nayan
পড়াশোনার পাশাপাশি নয়নতারা মডেলিং শুরু করেন
nayan
২০০৩ সালে মালায়লাম মনসিনাক্কা সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক ঘটে নয়নতারার
nayan
২০০৫ সালে আয়া সিনেমার মাধ্যমে তামিল ভাষার চলচ্চিত্রে পা রাখেন এই অভিনেত্রী
nayan
২০০৬ সালে লক্ষ্মী সিনেমার মাধ্যমে তেলেগু সিনেমায় অভিষেক ঘটে নয়নতারার
nayan
২০১০ সালে সুপার সিনেমার মাধ্যমে কন্নড় ভাষার চলচ্চিত্রে পা রাখেন এই অভিনেত্রী
nayan
অভিনয়ের স্বীকৃতিস্বরূপ ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ডসহ অনেক পুরস্কার ঘরে তুলেছেন নয়নতারা
nayan
২০০৮ সালে অভিনেতা ও পরিচালক প্রভু দেবার সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ান নয়নতারা
আপনার মতামত জানানঃ