
গাইবান্ধা প্রতিনিধি : গাইবান্ধায় ছাত্রাবাস থেকে মাসুদ রানা (২২) নামে এক কলেজছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার দুপুরে শহরের সরকারপাড়াস্থ সমীকরণ ছাত্রাবাস থেকে লাশটি উদ্ধার করা হয়।
মাসুদ রানা জেলার সুন্দরগঞ্জ উপজেলার সীচা মন্ডলপাড়া গ্রামের শাহ জামাল মিয়ার ছেলে। সে গাইবান্ধা সরকারি কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের অনার্স (সম্মান) প্রথমবর্ষের ছাত্র ছিল।
গাইবান্ধা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী হাসান জানান, ছাত্রাবাসে রাতের খাবার শেষে ঘুমিয়ে পড়ে মাসুদ রানা। সকালে সহপাঠীরা তাকে ঘুম থেকে জাগাতে গিয়ে মৃত অবস্থায় দেখতে পেয়ে বিষয়টি থানায় জানায়।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা সদর আধুনিক হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ।
আপনার মতামত জানানঃ