
নিজস্ব প্রতিবেদক, খুলনা : খুলনায় বিদেশি মদ ও ইয়াবাসহ চিহ্নিত তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে র্যাব-৬ খুলনার লবণচরাস্থ সদর দপ্তরে অনুষ্ঠিত প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়।
গ্রেপ্তারকৃতরা হচ্ছে- পাইকগাছা উপজেলার কাশিমনগর গ্রামের অমূল্য বিশ্বাসের ছেলে মাদক ব্যবসায়ী অর্জুন বিশ্বাস (৩২), একই গ্রামের কার্তিক হালদারের ছেলে দেবাশীষ হালদার (৩৫) এবং আহম্মদ সরদারের ছেলে মো. কামাল সরদার (৩৮)।
এ সময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে সাত বোতল বিদেশি মদ, চার কেজি গাঁজা, ২৯৫টি ইয়াবা, চার বোতল ফেন্সিডিল, মাদক বিক্রির ৭৫ হাজার ৬৫০ টাকা এবং তিনটি মোবাইল ফোন।
স্পেশাল কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. এনায়েত হোসেন মান্নান বলেন, র্যাব-৬ এর একটি দল বুধবার রাতে গোপন খবরের ভিত্তিতে খুলনার পাইকগাছা উপজেলার নাসিরপুর (কপিলমনি) রানীকুটির এলাকায় অভিযান চালায়। এ সময় রানীকুটিরের সামনে মাদক ব্যবসায়ী অর্জুন বিশ্বাসের ফ্রেশ ডিলারশিপ নামক দোকান থেকে উল্লিখিত মাদকদ্রব্য উদ্ধার করা হয়।
আপনার মতামত জানানঃ